আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

যাদুকাটা নদীতে দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৮ ২০:২২:৪৩

সিলেটভিউ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটা, অবৈধ বোমা মেশিন বন্ধ এবং অবৈধ ইজারা, দখল ও দূষণ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানবন্ধন কর্মসূচি পালিদ হয়।

সোমবার (৮ জুলাই) দুপুরে তাহিরপুর বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুরের রুপসী নদী যাদুকাটায় নদীর পাড় কাটার কারণে কয়েকটি গ্রাম হুমকির মুখে। বড় বড় গর্ত খুড়ে বালি সরিয়ে বালি পাথর উত্তোলন করায় জনজীবন হুমকির সম্মুখীন। ঘনঘন নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, নষ্ট হচ্ছে জীববৈচিত্র। পর্যটকদের কাছে আকর্ষণীয় এই নদীতে পরিবেশ দূষণের কারনে পর্যটকরা বিমুখ হচ্ছেন। পার্শ্ববর্তী কয়েকটি হাওরেও বিরূপ প্রভাব পড়ছে। এভাবে চলতে দেওয়া যায় না। তারা অবিলম্বে এ পরিবেশ দূষণ বন্ধ করার দাবি জানান।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর কেন্দ্রীয় সভাপতি মো: নাসির উদ্দিন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সাংবাদিক আতিক রহমান পুর্নিয়া  প্রমুখ।

পবা সভাপতি নাসির উদ্দিন বলেন, যাদুকাটা নদীর পরিবেশ দূষনের কথা আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি। এখানে ব্যাপকভাবে চাঁদাবাজিও হচ্ছে।  এতে সারাদেশে বালির দাম বাড়ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, যাদুকাটা নদীর পাড় কাটা ও পরিবেশ দূষণ রোধে আমরা দীর্ঘদিন থেকে কথা বলে আসছি। এভাবে চলতে তথাকলে কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হবে। তাই এসব বন্ধ করতে হবে। আমরা এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হুসেন রতনের সাথে কথা বলেছি। তাঁকে সাথে নিয়ে আমরা অচিরেই যাদুকাটা নদীর তীরে দখল ও দুষণ বন্ধে সমাবেশ করব। দূষণ ও অবৈধ দখল রোধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলতে চাই।

সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০১৯/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী