আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ শহরে প্রবেশ করেছে বন্যার পানি, পরিস্থিতি অবনতির আশংকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১১ ২২:২৩:১৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: টানা বর্ষণ আর পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানি সুরমা নদীর বিপদসীমা  ১০০ সেন্টিমিটার ছাড়িয়ে এখন শহরমূখী। বন্যার পানি সুরমা নদী উপচে শহরের অন্তত ৭টি পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার এলাকাসহ বিভিন্ন পাড়ামহল্লায় প্রবেশ করতে শুরু করেছে। আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশংকা করেছে পানি উন্নয়ন বোর্ড সূত্র।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টা পর্যন্ত বিপদসীমার রেডিং পয়েন্ট ৭.২০ সেন্টিমিটার ছাড়িয়ে ৮.২০ সেন্টিমিটারে পৌঁছেছে। রাতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি শহরের উঁচু উঁচু স্থানে প্রবেশ করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সূত্র।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নবীনগর, ধোপাখালি, ষোলঘর, কাজিরপয়েন্ট, উকিলপাড়া, পশ্চিম আরপিননগর, পশ্চিম তেঘরিয়া, পশ্চিম হাজীপাড়া, বড়পাড়া, সাববাড়ীঘাট, জেলরোড, মধ্যবাজার এলাকায় পানি প্রবেশ করেছে। ফলে পানি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বেশি সম্যায় আছেন শহরের নবীনগর ও বড়পাড়া বস্তি ও সাববাড়ীঘাট ও উত্তর আরপিননগর এলাকার মানুষ। প্রায় পানিবন্দি অবস্থায় রয়েছেন তারা।  

এদিকে মধ্যবাজার ও বিভিন্ন পয়েন্টের দোকানে বন্যার পানি ঢুকার আশঙ্কা করছেন ব্যবসায়িরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান তারা।

শহরের পশ্চিম হাজীপাড়া এলাকার দুলাল মিয়া বলেন, আমার বাড়ীর আশেপাশে পানি। বাসার সামনের রাস্তা কোমর পানি। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাসায় পানি ঢুকতে পারে। পাশের বস্তি এলাকার মানুষ বিপাকে আছেন। প্রায় ঘরেই পানি ঢুকে গেছে।

মধ্যবাজার এলাকার এক ব্যবসায়ি হেলাল উদ্দিন বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকার মালামাল। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে রাতেই দোকানে পানি ঢুকবে। এতো টাকার মালামাল কোথায় রাখি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিকী ভূইয়া বলেন, সুরমা নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ছাড়িয়েগেছে। আগামী তিন দিন বৃষ্টিপাত হবে, পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৯/এসএনএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী