আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে ত্রাণ খুঁজে পাচ্ছেন না হাওরপাড়ের পানিবন্দি মানুষ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৫ ২২:০৬:১৬

শহীদনুর আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের সুরমা নদীতে পানি কমতে শুরু করলে বাড়ছে হাওর এলাকায়। বন্যায় ইতোমধ্যে জেলার ১১টি উপজেলা প্রায় ৭০টি গ্রামের ১ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে বাস্তবে এর সংখ্যা আরো বেশি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

বৃষ্টিপাত ও পাহাড়ী ঢল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

এদিকে বন্যাদুর্গত পানিবন্দি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে ঝুঁকির মধ্যে রয়েছেন বন্যাদুর্গত পরিবারের প্রতিবন্ধী, বয়স্ক সদস্য, গর্ভবতী ও শিশুরা। বসত ঘরে পানি ঢুকায় আতঙ্কে দিন কাটছে তাদের। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার চরম সংকট দেখা দিয়েছে। রান্নার অভাবে অনাহার অর্ধাহারে থাকতে হচ্ছে অনেককেই।

গৃহপালিত পশু নিয়ে বিপাকে রয়েছেন এমন পরিবারের সংখ্যা অনেক। প্রতিকুল আবহাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। তাছাড়া সপ্তাহ সময়ের অধিক সময় পানিবন্দি অবস্থায় অতিবাহিত হতে থাকলেও কোনধরণের ত্রাণসামগ্রী না পাওয়ার অভিযোগ করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। এমন অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেছেন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার।

সোমবার (১৫ জুলাই) সরেজমিনে দক্ষিণ সুনামগঞ্জের কয়েকটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায় বন্যার্ত মানুষের দুর্ভোগের চিত্র। পশ্চিম পাগলা ইউনিয়নের ৭০ বছর বয়সি লিলু বানু সপ্তাহ সময়ের অধিক সময় ধরে পানি অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরে ভেতরে হাটুর নিচে পানি। অস্থায়ী চুলা বানিয়ে খাটের উপরে কোনোভাবে রান্না করে ছেলে অজুদ মিয়ার ছোট চার সন্তানকে রান্না করে দু’বেলা সাদা ভাত খাওয়ানো হচ্ছে । রাতে জেগে বাচ্চাদের দেখে রাখতে হচ্ছে। স্যানিটারি ল্যাট্রিনটি ডুবে যাওয়ায় বিপাকে আছেন লীল বানুর পরিবারের নারী সদস্যরা। এমনভাবে পানিবন্দি অবস্থায় থাকলেও কোনো ত্রাণ সহযোগিতা তাঁর পরিবার পায়নি বলে জানান তিনি।

লিলু বানুর মতো পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর,কাদিপুর, ইসলামপুর, নবীনগর, চন্দ্রপুর গ্রামের অনেক পানিবন্ধি পরিবারকে দেখা যায় মানবেতর জীবনযাপন করতে। পূব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরপারে পানিবন্ধি অবস্থায় আছেন অন্তত অর্ধশত পরিবার। এরকম পানিবন্দি ও ত্রাণের আওতার বাইরে থাকা অসংখ্য পরিবার রয়েছে সুনামগঞ্জে।

বন্যা পরিস্থিতির ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. সফিউল্লাহ বলেন, দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়ন বন্যায় আক্রান্ত। এ পর্যন্ত ক্ষতিগ্রস্থের সংখ্যা ২ হাজার। উপজেলায় ১৫ মেট্রিক টন চাল, নগদ ৫০ হাজার টাকা ও ১৫ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পেয়েছি। বন্যা আক্রান্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও রাজস্বখাত থেকে ১ লক্ষ টাকার শুকনো খাবার ক্রয় করে বিতরণ করা হয়েছে।  হাওর এলাকার বন্যাক্রান্তদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জুলাই ২০১৯/এসএনএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী