আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুর সীমান্তের দুই শতাধিক পরিবার ঘর ছাড়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৬ ২১:৩৭:৪৫

এম. এ রাজ্জাক, তাহিরপুর প্রতিনিধি :: টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার ১০টি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার ঘরছাড়া হয়েছেন।

আকস্মিক বন্যায় সীমান্তসংলগ্ন বড়ছড়া, চাঁনপুর, লাকমা, লালঘাট, বাশতলা, চারাগাও, জঙ্গলবাড়ী, কলাগাঁওসহ  ১০টি গ্রামের এসব পরিবার এখন অন্যত্র বসবাস করছেন। 

এছাড়াও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের সাথে আসা বালির নিচে চাপা পড়েছে আনুমানিক ৫শ হেক্টর আমন জমি । ভেসে গেছে দুই শতাধিক পুকুরের মাছ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার চারাগাঁও শুল্ক ষ্টেশন সংলগ্ন চারাগাঁও এলাকার প্রায় ২০টি'র অধিক পরিবারের বাড়ী ঘর ভেঙে গৃহহীন অবস্থায় রয়েছে। এ গ্রামের আব্দুস সালাম, জামাল উদ্দিন, নাজিম উদ্দিন, কুতুব উদ্দিন, রাবিয়া খাতুন, হারিছ মিয়া, বজলু মিয়া, লালু মিয়া, সরাজ মিয়া, আব্দুর রশিদ, সাইদুল ইসলাম, আছিয়া বেগম, আমিনখার মা, তারা মিয়া, সাইকুল ইসলাম, জলিল মিয়ারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

জঙ্গলবাড়ীর মারফত আলী, চাঁন মিয়া, জালাল মিয়া, সাদ্দাম, খোকন মিয়া, আকবত আলী, কামাল মিয়া, শফিক মিয়া, মাসুক মিয়া, সুজন মিয়া, কমলা বেগম, সমলা খাতুন, জহুর আলী, দৃষ্টি প্রতীবন্ধী ছিকুনী বেগম, লোকমান মিয়া, কাঞ্চন মিয়া, পলাশ, আয়ুব আলী জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তাদের বসত বাড়ী ভেঙে গেছে। এখন তারা আত্মীয় স্বজনদের বাড়ীতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। পা

নির তোড়ে জঙ্গলবাড়ী জামে মসজিদ ও চারাগাঁও হাওরবাংলা স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের বারান্দায় পানি উঠে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

শ্রীপুর (উত্তর) ইউনয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হাছান মিয়া জানিয়েছেন, পাহাড়ী ঢলে সীমান্ত এলাকার অনেক লোকজন বাড়ী ঘর হারিয়ে গৃহহীন হয়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করছেন। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে সরেজমিনে এনে দেখিয়েছি।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম জানিয়েছেন, প্রতি বছরই পাহাড়ী ঢলে পানির সাথে বালি এসে ফসলী জমি নষ্ট করে। যেসব এলাকায় ফসলী জমি বালির নিচে চাপা পড়েছে আমরা সেসব এলাকার কৃষকদের সেই জমিতে অন্যান্য ফসল করার পরামর্শ এবং সহযোগিতা দেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ  জানান, চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৯/আরাস্বা/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী