Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৮ ২০:২৬:২২

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে জেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সুরমা নদীর তীরবর্তী রিভারভিউয়ে পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

‘মাছ চাষের গড়বো দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যে  শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মৎস্যসম্পদের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর আমরা প্রচুর পরিমাণের মাছ দেশের বাহিরে রপ্তানী করে থাকি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় অর্থনীতি আজ মাথা তুলে দাঁড়িয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সহকারি মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাসের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন  জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুননবী, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপ পরিচালক হারুন অর রশীদ, জেলা  সমবায় কর্মকর্তা চন্দন দত্ত, জেলা কৃষি সম্প্রশারণের প্রশিক্ষণ কর্মকর্তা রবিউল ইসলাম মজুমদার, জেলা বিআরডিবির সহকারি পরিচালক আলমগীর নেওয়াজ।

এর আগে সুরমা নদীতে বিভিন্ন প্রজাতির ১৮০০ পোনা  মাছ অবমুক্ত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুলাই ২০১৯/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.