Sylhet View 24 PRINT

মৎস্য সম্পদকে মৎস্য শিল্পে রুপান্তর করতে হবে: ড. জয়া সেনগুপ্তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৯ ১৩:০১:০৮

দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, আমাদের হাওরাঞ্চলের প্রধান দুটি সম্পদ হচ্ছে ধান ও মাছ। এদুটিকে আঁকড়ে ধরেই এখানকার মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। তাই মৎস্য সম্পদকে মৎস্য শিল্পে রুপান্তর করতে হবে। তার জন্য নদী নালা, খাল বিল অবমুক্ত ও ভরাটকৃত জলমহাল খনন করতে হবে।

বৃহস্পতিবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে দিরাই উপজেলা জামে মসজিদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা কৃষকলীগ আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, সফল মৎস খামারি মিজানুর রহমান, লিলি বেগম, লক্ষী কান্ত বৈষ্ণব। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, ইমরান হোসাইন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী, যুবলীগ নেতা রাহাত মিয়া রাহাত, রায়হান মিয়া।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৯/এএইচ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.