আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

দোয়ারাবাজারে নির্মাণের ৪ মাস পর রাস্তা কেটে দিল প্রতিপক্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২২ ১২:০২:২৫

তাজুল ইসলাম, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্মাণের ৪ মাসের মাথায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর ব্রিজ সংলগ্ন ৪শ’ ফুট রাস্তা কেটে দেয়ায় বিপাকে পড়েছেন এলাকার শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিরোধ থাকায় দীর্ঘদিন পর প্রশাসনের সহযোগিতায় গত মার্চ মাসে সম্পন্ন হওয়া গোরেশপুর ব্রিজ সংলগ্ন ওই রাস্তাটি গত ১৩ জুলাই রাতের আধারে কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন।

সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রিজের গোড়া থেকে এলোপাথারীভাবে প্রায় ৪শ’ ফুট রাস্তা কেটে ফেলায় যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতোপূর্বে রাস্তা নির্মাণে বাধা প্রদানকারীরাই পূণরায় নির্মিত রাস্তা কেটে দিয়ে এলাকাবাসীকে চরম দূর্ভোগে ফেলেছে। ব্রিজের পূর্ব পাশে অবস্থিত বাদে গোরেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী শাহেদা আক্তার বলেন, আমার বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত করাটা খুবই কষ্টকর। যে বা যারা এমন বেহাল অবস্থার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনা হোক।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন, আমার নির্বাচনী প্রতিদ্বন্ধি প্রার্থী জয়নাল আবেদীনসহ তার রোকজন ওই রাস্তা নির্মাণে বারবার বাধা-বিপত্তি করে আসছিল। আমি তখন প্রশাসনের উপস্থিতিতে রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করায় পরশ্রী কাতরে ঈর্ষান্বিত হয়ে রাতের আধাঁরে তারাই রাস্তাটি কেটে দিয়ে পুণরায় এলাকাবাসীকে ভোগান্তিতে ফেলেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, রাস্তা কাটার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/২২ জুলাই ২০১৯/টিআই/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী