Sylhet View 24 PRINT

দিরাইয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৮ ২০:১৪:০৪

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এলাকার অস্বচ্ছল ছাত্রছাত্রী ও বেকার যুবক যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেছে।

 বৃহস্পতিবার সকাল ১১টায় সংগঠনের দিরাই গার্লস স্কুল মার্কেটস্থ কার্যালয়ে দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক পরিচালিত এই প্রশিক্ষণ কোর্সের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

 উদ্বোধনপুর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মোশাহিদ আহমদ এবং জয়ন্ত সরকারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও শরিফুল ইসলাম, পৌর মেয়র মোশাররফ মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন সরদার, সংগঠনের প্রধান উপদেষ্ঠা আব্দুল লতিফ জেপি, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব খালেদ রেজা খান, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, এসআই রুপক কর্মকার, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, ইকবাল আহমদ, আবু হানিফ চৌধুরী, রুকনুজ্জামান জহুরী, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, আবু হেনা, সমাজকর্মী শাহিন আলম, মিজানুর রহমান পাবেল, সুমন মিয়া, উজ্জ্বল চৌধুরী প্রমুখ।

প্রশিক্ষন কোর্সটি ধারাবাহিকভাবে পরিচালনার কথা  উল্লেখ করে এসোসিয়েশনের সভাপতি মো. আশিক মিয়া জানান, দুই মাস মেয়াদী কোর্স পরিচালনা করা হবে। প্রতি কোর্সে ৬০ থেকে ৯০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণের সুযোগ পাবে।

সিলেটভিউ২৪ডটকম/ ০৮ আগস্ট ২০১৯/ হিল্লোল/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.