Sylhet View 24 PRINT

ছাতকে গুজব প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৯ ০০:২০:২৪

ছাতক প্রতিনিধি :: ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কালেরকণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বক্তা প্রমি দস্তিদার ও বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার মাহিন ও বর্না সুত্রধরের পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করে।

বিতর্কে পক্ষদলে আফসানা করিম মিমি (দলনেতা), হাবিবা আক্তার লিমা, নিষাত ফাবিহা এবং বিপক্ষ দলে সাফ্ফাত সালেকিন, নওশিন আক্তার মোহনা (দলনেতা), হাসিবা তুজ মুন্না অংশগ্রহণ করে।

এদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হিসেবে সাফ্ফাত সালেকিন নির্বাচিত হয়।

ইংরেজি প্রভাষক ওয়াবায়দুল হক আশফাকের মডারেটিংয়ে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শামসুল ইসলাম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শওকত আলী, আরজক আলী, ইমদাদুল হক তালুকদার, আব্দুল কাইয়ুম, সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বলেন, আমাদের সকল কাজে সচেতনতা আমাদেরই আনতে হবে। সারাদেশে ডেঙ্গু আতংঙ্ক বিরাজ করছে। প্রত্যেককে যার যার বাড়ীর আশ-পাশ পরিস্কার পরিছন্ন রাখার আহবান জানান। সাথে সাথে কল্লা কাটা, ছেলে ধরা গুজব গুলো প্রতিহত করতে হবে। এই বিষয়গুলো শোনামাত্রই  সাথে সাথে আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দেয়ার জন্যে সচেতন করা হয়। পরে কুইজ ও বিতর্ক প্রতিযোগিদের মধ্যে পুরস্কার  বিতরণ করেন অতিথিরা।

সিলেটভিউ২৪ডটকম/৯ আগস্ট ২০১৯/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.