Sylhet View 24 PRINT

ছাতকে ফেসবুক গ্রুপের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ২০:১৩:৩৩

ছাতক প্রতিনিধি :: ‘‘বাড়ালে দু’হাত হবে শত হাত, সুবিধাবঞ্চিতরা হাসলে হাসে একঝাঁক তরুণ’’। শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ছাতক উপজেলার বিশ্ববিদ্যালয়-কলেজে পড়ুয়া একঝাঁক তরুণ একটি গ্রুপ তৈরী করেন। গ্রুপের নাম দেয়া হয় ‘ছাতক সভ্যতা’। এখানে রয়েছেন নানা বয়সী সমব্যথী ও সমমনা মানুষ।

সামাজিক দায়বদ্ধতা ও তারুণ্যের উদ্যোম নিয়ে এবারের ঈদে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কাপড় বিতরণ করেছে এই ফেসবুক গ্রুপ।

শনিবার ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৪শত মানুষের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন গ্রুপের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- রবিউল আহমদ মারজান, শ্রাবণ দেব, জাফর আহমদ, অভি, মোবারক, আফসার হাসান, মুন্না কাওসার, আরেফিন হাবীব, কার্জন রহমান, রাজীব, আদনান কাওসার রাজ্জাক, নেওয়াজ, কেয়া, মৌরি, উর্নিষা, তাম্মি প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১০ আগস্ট ২০১৯/মাহবুব/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.