আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জগন্নাথপুরে সড়ক জুড়ে সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড, জন ভোগান্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২০ ১৮:৫৪:৫৬

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের সড়ক জুড়ে গড়ে উঠেছে অসংখ্য সিএনজি- অটোরিকশার গাড়ির স্ট্যান্ড।

মঙ্গলবার(২০ আগস্ট) সরজমিনে দেখা যায়, এসব স্ট্যান্ডের অধীনে সড়কের দুই পাশে শতশত গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়াও নিজস্ব স্ট্যান্ড থাকার পরও জগন্নাথপুর পৌর শহরের সিলেট ও সুনামগঞ্জ গাড়ি স্ট্যান্ডের পাশের সড়ক জুড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে মিনিবাস। এভাবে অযথা সড়কে গাড়ি রেখে যানজট চরম আকার ধারন করছে বলেও পথচারী ভূক্তভোগীরা জানান।

এছাড়াও সড়কের দু'পাশে  জমে আছে ময়লার স্তুপ যা থেকে বেগ পেতে হচ্ছে পথচারীদের চলাচলেও।

সূত্র মতে, গত কয়েক মাস আগেও জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকার রাস্তাঘাট খুবই খারাপ ছিল। তবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথপুর পৌর শহর হয়ে রানীগঞ্জ রোড উন্নতমানের আরসিসি সড়ক নির্মাণ করা হয়। সড়কটি নির্মাণ হওয়ার পর জনমনে স্বস্তি ফিরে আসলেও ভোগান্তি পিছু ছাড়ছে না। পুরো সড়ক জুড়ে গড়ে উঠেছে স্ট্যান্ড। সড়কের দুই পাশে যত্রতত্র ভাবে রাখা হচ্ছে গাড়ি।

খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথপুর পৌর সদরের পৌর পয়েন্ট, রাণীগঞ্জ রোড, পুলের মুখ, মাদ্রাসা পয়েন্ট ও উপজেলার কলকলিয়া বাজার পয়েন্ট এলাকায় গড়ে উঠেছে ইজিবাইক (টমটম), অটোরিকশা, সিএনজি, লেগুনা, পিকআপ সহ ছোট ও মধ্যম গাড়ির অস্থায়ী স্ট্যান্ড।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, অচিরেই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এদের বিরোধে অভিযান পরিচালনা করবো।

সিলেটভিউ২৪ডটকম/ ২০ আগস্ট ২০১৯/ এসএইচএস/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী