আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৯ ২০:২১:৩২

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে বিজয়ী হয়েছে ঢাকা দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশ।

সোমবার (৯ সেপ্টেম্বর)  বিকালে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনাল উত্তর বাদেপাশা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় ঢাকা দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে এবং ২নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা সমাজসেবা অফিসার জামাল মিঞা, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল হক, ঢাকা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান মস্তাক আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার ম্যানেজার ইয়াজদান চৌধুরী, ইউপি সদস্য সেলিম আহমদ, আব্দুল করিম কাসিমী, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর প্রমুখ।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন দলের পাপ্পু আহমদ এবং সেরা গোলদাতা একই দলের রাজু আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/ ৯ সেপ্টেম্বর ২০১৯/ এএইচ/ এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী