Sylhet View 24 PRINT

দিরাইয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নেমেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ০৯:৪৯:২০

দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই পৌরশহরের  বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎসংযোগ,বিদ্যুৎ বিল বকেয়াদের বিরোদ্ধে অভিযানে নেমেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দিরাই।

সোমবার দিনব্যাপি চলা এ অভিযানে শহরের হারানপুর রাধানগর,দাউদপুর ও আয়লাবাজ, এলাকায় বকেয়া বিলধারী ও অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য সংযোগ বিচ্ছিন করা এবং ১৪ জন গ্রাহকের বিপরীতে প্রায় ২৫ লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে মামলা দায়ের করা হয়।

এসময় সিলেট বিদ্যুৎ কোর্টের ম্যাজিস্ট্রেট ( যুগ্ম জেলা ও দায়রা জজ) মুহাম্মদ  আব্দুল হালিম’র  নেতৃত্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নূরে মোহাম্মদ সরকার, সহকারী প্রকৌশলী বিপ্লব চন্দ রায়, উপ-সহকারী প্রকৌশলী আরিফুজ্জামান, দিরাই থানা এস আই অরুণ কুমার দাস, অফিস সহকারী এমরান আহমেদ, ও ফয়সল মিয়া, প্রি-পেইড মিটার প্রজেক্টের সহকারী ম্যানেজার পারভেজ মিয়া এবং অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে- বকেয়া আদায়ের লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/এইচপি/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.