Sylhet View 24 PRINT

জনবান্ধব প্রশাসন গড়তে চান ছাতকের নয়া ইউএনও গোলাম কবির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১১ ২০:৫৩:৩৬

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবীর বলেছেন, রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক আশা নিয়ে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছেন । তাদের সেই স্বপ্নপূরণ করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, সংবিধানের ২১ অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল থেকে জনগণের দোরগোড়ায় সরকারি বিভিন্ন সেবা পৌঁছে দিতে হবে। আরো বলা হয়েছে সরকারি সম্পদ যত্নসহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে। এর ব্যতয় ঘটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনকে জনবান্ধব করতে আমাদের সকলকে এই বিষয়গুলো মাথায় রেখে দেশের অগ্রযাত্রার সারথী হতে হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে ছাতকের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

এ ব্যাপারে তিনি সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

এসময় ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন ওর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ ছাতকে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯/এমএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.