Sylhet View 24 PRINT

খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১২ ১৪:৪৯:৩৯

সুনামগঞ্জ প্রতিনিধি::কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. শেরেনুর আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আব্দুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক সোয়েব আহমদ, অ্যাড. আমিরুল হক, জোনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড. শামসুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিক,শ্রম বিষয়ক সম্পাদক রাকিকুল ইসলাম দিলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ আমিন, আমানুল হক রাসেল, অলিউর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন,মুমিনুল হক কালাচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, সহ-সভাপতি মালেকুজ্জামান সোহেল, সোহেল মিয়া, শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সে”ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ জুয়েল,শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন,যুগ্ম সম্পাদক আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি বাহার ফেরদৌস, জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ,আজিজুর রহমান সৌরভ,মুমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।

জেলা বিএনপির মানবন্ধনে বক্তারা বলেন, দেশে এখন বিচারের নামে প্রহশন চলছে। দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে জেলে বন্ধি করা হয়েছে। তিনি অসুস্থ্যতা ভোগছেন। কিন্তু সু-চিকিৎসা দেয়া হচ্ছে না। অভিলম্বে সু-চিকিৎসার ব্যবস্থা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি করেন বক্তারা।

সি‌লেট‌ভিউ২৪ডটকম/১২‌সে‌প্টেম্বর২০১৯/শহীদনুর/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.