Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে সড়কে বিশাল গর্ত, জনভোগান্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১২ ২২:০৬:২৫

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাঙ্গা সড়কে সৃষ্টি হওয়া গর্তের কারণে জনভোগান্তি বেড়েছে। সড়কে চলাচলরত যানবাহন প্রায়ই গর্তে আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। জগন্নাথপুর-সিলেট সড়কের হামজা কমিউনিটি সেন্টারের সামনে থাকা গর্তে বারবার গাড়ি দেবে যাওয়ার ঘটনায় এমন অনাকাক্সিক্ষত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও জনসাধারণ। এ গর্তটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পুরো সড়ক জুড়েই গর্ত হওয়ায় এখানে যানবাহন আসলেই দেবে যাচ্ছে।

বিকল্প কোন সড়ক না থাকায় জেনেশুনেই চালকরা মরণ ফাঁদে আটকা পড়ছেন। ছোট গাড়িগুলো কোন রকমে যাতায়াত করলেও মালবাহী গাড়িগুলো এখানে এসেই আটকে যায়। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এদিকে-সড়কের এ গর্তে অসংখ্য বার সাময়িক মেরামত কাজ করেছেন সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষ। তাতেও কাজ হচ্ছে না। বারবার ভেঙে সড়কের এ স্থানটি গর্ত হয়ে যাচ্ছে। তারা একই জায়গা কাজ করতে করতে দিশেহারা।  গাড়ি দেবে যাওয়ার ভয়ে চালকরাও আতঙ্কিত।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে বা গণমাধ্যমে দুর্ভোগের চিত্র তুলে ধরলে তাৎক্ষনিক গর্তের ভাঙনে ইটের সুরকি ও বালু ফেলে সাময়িক কাজ হয়। কয়েক দিন পর আবারো ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়। গর্তে জমে থাকে বৃষ্টির পানি। এভাবেই গত কয়েক মাস ধরে কোন রকমে জগন্নাথপুর-সিলেট সড়কে যানবাহন চলাচল করছে। এর মধ্যে একবার যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

এ সময় ভূক্তভোগী জনতা সড়ক মেরামতের দাবিতে অনেক আন্দোলন করেছেন। আন্দোলনের মুখে সাময়িক কাজ হলেও আবারো ভেঙে যায়। তাই স্থায়ীভাবে কাজ করার জন্য সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ভূক্তভোগী জনসাধারণ। তা না হলে আবারো যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৯/এসএইচএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.