আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ মহসিন আলীকে স্মরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৪ ১৬:৫৮:২৭

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: শ্রদ্ধা ও ভালোবাসায় মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীকে স্মরণ করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে বরেণ্য এই রাজনীতিবীদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারতের পর তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একে একে শ্রদ্ধা জানান সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সাবেক বৃট্রিশ কাউন্সিলার ও এম.আর গ্রুপের চেয়ারম্যান এমএ রহিম (সিআইপি), জেলা জাতীয় পার্টির সভাপতি শাহাব উদ্দিন, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, ইউপি চেয়ারম্যান রেজাউল করিমসহ পরিবারবর্গ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

পরে শহরের দর্জিরমহল এলাকায় মরহুমের বাড়িতে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনর আয়োজনে সৈয়দা সায়রা মহসীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ ফিরুজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মসুদ আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ রহিম (সিআইপি), যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী খোকন, সৈয়দা সানজিদা শারমিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সৈয়দ মহসীন আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও মরহুমের বাড়ি দোয়া, মিলাদ, কোরআন খতম ও শিরণী বিতরণের আয়োজন করা হয়।

২০১৪ সালের ১২ই জানুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৯/ওএফএন/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী