Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে আওয়ামী লীগের ইউনিট কমিটি ভাঙা নিয়ে বিভ্রান্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ১৪:২৮:০৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও থানার মোট ছয় ইউনিট কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ভেঙে দেওয়া হচ্ছে এমন গুঞ্জনের সত্যতা মেলেনি। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ছয়টি নয়, দুটি ইউনিট কমিটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে।

সেগুলো হচ্ছে জামালগঞ্জ উপজেলা কমিটি ও মধ্যনগর থানা কমিটি। উল্লেখ্য, শুক্রবার বিকালে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সুনামগঞ্জ সদর, পৌরসভা, ছাতক, দোয়ারাবাজার, জামালগঞ্জ ও মধ্যনগর কমিটি ভেঙে দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান সাধারণ সম্পাদকের আস্থাভাজন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীক উজ্জ্বল। জেলা আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, সদর ও পৌরসভায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, সেগুলো ভাঙার প্রশ্ন আসবে কেন?

যেহেতু জামালগঞ্জ উপজেলা কমিটির বেশিরভাগ সদস্য বর্তমান কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন, তাই এ কমিটি ভাঙার ব্যাপারে গঠনতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হবে। আর মেয়াদোত্তীর্ণ মধ্যনগর থানা কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা কমিটির ব্যাপারে তিনি বলেন, এ দুই উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি রয়েছে।

সেগুলো ভাঙার কোনো সিদ্ধান্ত হয়নি। নেতৃবৃন্দকে ইউনিয়ন কমিটি গঠনের জন্য বলা হয়েছে। পরবর্তীতে উপজেলা দুটিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। দফতর সম্পাদক উজ্জ্বল কর্তৃক ছয় কমিটি ভাঙার বক্তব্য গণমাধ্যমে দেওয়ার পর ওইসব ইউনিটের নেতৃবৃন্দ ঘটনার সত্যতা জানতে দৌড়ঝাপ শুরু করেন।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান জানান, ছয়টি নয়, দুটি ইউনিট কমিটি ভাঙার সিদ্ধান্ত হয়েছে। উজ্জ্বল এমনটা বলতে পারে না, যেটা সিদ্ধান্তই হয়নি। এটা তার মনগড়া বক্তব্য।

সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০১৯/বিডি-পি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.