Sylhet View 24 PRINT

তাহিরপুরে করাতে কেটে নিল শ্রমিকের হাতের কব্জি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৭ ১৭:১০:৩০

ফাইল ছবি

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে করাতকলে কাজ করার সময় এক শ্রমিকের হাতের কব্জি কেটে আলাদা হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বানিজ্যকেন্দ্রে এ মর্মান্তিক  ঘটনাটি ঘটে। গুরত্বর আহত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল পাঠানো হয়েছে।

গুরুতর আহত করাত মিস্ত্রি উপজেলার বাদাঘাট(উঃ) ইউনিয়নের ননাই গ্রামের নাজির হোসেনের ছেলে আব্দুর ছাত্তার (২৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদাঘাট বাজারের কাটপট্রির হোসেন আহমদ ওরফে হোসেন টেইলারের ছেলে সাইফুল ইসলাম সোহেলের মালিকানাধীন করাত কলে হেড মিস্ত্রি হিসেবে কাজ করতো ছাত্তার। প্রতিদিনের ন্যায় কাজ করতে গিয়ে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তার বামহাত চলে যায় করাতের মধ্যে। এতে শ্রমিক ছাত্তারের হাতের তিন আঙ্গুল সম্পূর্ণ আলাদা হয় এবং দুই আঙ্গুলের এক তৃতীয়াংশসহ পুরো কব্জি দু, ভাগে ভাগ হয়ে পরে।

তাহিরপুর থানার অফিসার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০১৯/এমএআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.