Sylhet View 24 PRINT

দিরাই উপজেলার সব ঘরে ঘরে বিদ্যুৎ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২২:৩৮:০২

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বলনপুর, আলীপুর, পুরন্দপুর, দুর্লভপুর, কুড়ি জগন্নাথপুর পাঁচটি গ্রামে ১০ কিলোমিটার লাইনের পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। এ বিদ্যুতায়ন নিয়ে উপজেলার শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের সুনামগঞ্জ জোনের এজিএম নীতিশ সাহা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বলনপুর গ্রামের মাঠে ১০ কি.মি. বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

এ উপলক্ষ্যে এলাকাবাসীর আয়োজনে বলনপুর গ্রামে উদ্বোধনপুর্ব জনসভায় নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে এবং জয়ন্ত কুমার সরকারের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্যে জয়া সেনগুপ্তা এমপি বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, ঐক্য সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। তিনি বলেন, রফিনগর ইউনিয়নসহ দিরাই উপজেলা শতভাগ বিদ্যুতায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি আজ আমাদের দিরাই উপজেলায় বাস্তবায়িত হয়েছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সুনামগঞ্জ জোনের এজিএম নীতিশ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী , ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, শাহজাহান কাজী, রফিনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জাহেদ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অহিভূষণ তালুকদার সাধু, যুবলীগ নেতা চন্দন তালুকদার, প্রীতেশ তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল তালুকদার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৯/এইচপি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.