Sylhet View 24 PRINT

মহা ধুমধামে জেলার সবচেয়ে বেশি পূজা হচ্ছে দিরাইয়ে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৭ ০৯:৪৭:১১

হিল্লোল পুরকায়স্থ, দিরাই:: সুনামগঞ্জের দিরাইয়ে মহা ধুমধামে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব আমেজে মাতোয়ারা সমগ্র দিরাই। এবছর সুনামগঞ্জ জেলার সবচেয়ে বেশি পূজা হচ্ছে দিরাই উপজেলায় আর সেই সুবাদে উপজেলার ৬৪ টি পূজা মন্ডপে শতশত মানুষের সমাগমে চলছে পূজা অনুষ্ঠান।


বিশ্ব শান্তি ও সবার মঙ্গল কামনায় উৎসবের তৃতীয় দিনে দশভুজা দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন সবাই। সকাল থেকেই পৌরসদরের পূজা মন্ডপে মন্ডপে অঞ্জলি দিতে এসে ভক্তদের ঢল নামে। গভীর রাত পর্যন্ত চলছে দর্শনার্থীদের প্রতিমা দর্শন।

পূজা দেখতে এসে সাবিত্রী তালুকদার বলেন,দিরাই শহরে রাতে কয়েক বছর আগেও পূজা দেখতে কখন এত মানুষ হতনা বিশেষ করে মহিলারাত রাতে বের হতনা,এখন মহিলারা মেয়েরা অবাধে চলাচল করছে।


এদিকে উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে আরতি প্রতিযোগীতা, ভক্তিমূলক গান, নাচ, কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে পৌরশহরের মজলিশপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে।

সার্বজনীন পূজা কমিটির বিভিন্ন জনের সাথে কথা বল্লে তারা জানান, এই উৎসবে রাজা-প্রজা-ধনী গরিব সবাই সমান। আজকের দিনে আমরা সবাই মায়ের মাছে মঙ্গল কামনা করছি। আমাদের আশা দেবী সবার জন্য কল্যাণ নিয়ে আসবেন। যেন সবাই মিলে মিলে ভাল থাকতে পারি।

সিলেটভিউ২৪ডটকম/০৭ অক্টোবর ২০১৯/এইচপি/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.