Sylhet View 24 PRINT

দিরাইয়ে লৌলারচর স্পোর্টিং ক্লাব শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৭ ১৪:৩৩:৫৯

দিরাই প্রতিনিধি :: লৌলারচর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত লৌলারচর স্পোর্টিং ক্লাব শিক্ষা বৃত্তি- ২০১৯ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

রবিবার সন্ধায় উপজেলার মিলনবাজারে লৌলারচর স্পোর্টিং ক্লাবের সভাপতি গোপেশ মজুমদারের সভাপতিত্বে, সদস্য সজীব ভৌমিক ও সৌমিক সামন্ত রুদ্র এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জগদীশ সামন্ত, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, বাংলাদেশ পুলিশের অফিসার ইনচার্জ রঞ্জন সামন্ত, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক রণদা ভূঁইয়া রানা, জগদল কলেজের অধ্যক্ষ পঙ্কজ কান্তি রায়, ব্রজেন্দ্রগঞ্জ আর.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীত বরন চৌধুরী, সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের সভাপতি হরিপদ দাস, বেসিক ব্যাংক কর্মকর্তা চয়ন ভূঁইয়া, কাস্টমস অফিসার অনিক দে, সহকারী প্রধান শিক্ষক নিশিকান্ত দাস, মেডিকেল অফিসার ডা.প্রশান্ত তালুকদার, অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার ধ্রুব রঞ্জন রায়, মহানগর পুলিশ সার্জেন্ট স্বপন তালুকদার, জেলা পুলিশ সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত, ছাত্রনেতা অসীম তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন লৌলারচর স্পোর্টিং ক্লাবের সদস্য সুবেন্দু বিশ্বাস, শাওন সামন্ত, রাহুল ভৌমিক, প্রসেনজিৎ হাজরা, রনি চন্দ্র দাস, সৃজন সামন্ত ক্লাবের সদস্যরা। ক্লাবের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএস ননক্যাডার সুব্রত হাজরা, বিজিত সামন্ত, দ্বীপেন ভৌমিক, জয়ন্ত সামন্ত এবং সুজন হাজরা ভুট্টু।

বক্তারা লৌলারচর স্পোর্টিং ক্লাবের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, লৌলারচর স্পোর্টিং ক্লাব এর প্রত্যেকটা কার্যক্রম এতদঅঞ্চলে অন্যতম মাইলফলক হিসেবে গৌরব অর্জন করে চলেছে।


এছাড়া অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র পিতা দীপাল কান্তি দে’র আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/০৭ অক্টোবর ২০১৯/এইচপি/মিআচৌ


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.