Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৯ ১২:০৩:৪৬

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় দুর্গোৎসব।


মঙ্গলবার সন্ধায় বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা শেষে ওই দিন বিকেল থেকে পৌরশহরের সুইসগেট এলাকায় শুরু হয় প্রতিমা বিসর্জন। এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকার মন্ডপ থেকে ঢাক-ঢোল বাজিয়ে প্রতিমা নিয়ে নদী ও পুকুরের পানিতে দেবী দুর্গা নির্সজন দেন হিন্দু ভক্তরা। গত ৪ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছিল।

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সতীশ গোষ¦ামী জানান, এবার জগন্নাথপুর উপজেলায় ৪০টি পুজামন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীয্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে পালিত হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব দেবী বির্সজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/০৯ অক্টোবর ২০১৯/এসএইচ/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.