আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ শহরের ফুটপাত দখল, তীব্র যানজট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১১ ২০:০১:৩১

শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ শহরের স্টেশন রোড, ডিএস রোড, ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ী মোড়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত দখল করে ফল, সবজিসহ নানা পণ্যের ব্যবসা পরিচালিত হয়ে আসছে। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার উপরে স্থাপন করা হয়েছে লেগুনা, সিএনজি, ঢাকার বাস, মাইক্রোবাসের স্ট্যান্ড।  ফলে সংর্কীণ্য হয়ে আসছে শহরের প্রধান সড়কটি।

 রাস্তার উপরে যাত্রী উঠানামা, গাড়ি পার্কিং, ট্রাফিক আইন নামানা সহ বিভিন্ন কারনে শহরের ট্রাফিক পয়েন্ট, কালীবাড়ী মোড়, পুরাতন বাসস্ট্যান্ড এই তিন পয়েন্টে প্রায় সময় দেখা দেয়া প্রচণ্ড যানজন। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ পথচারী ও যানবাহন যাত্রীদের।

সবুজ মিয়া নামের এক ব্যাক্তি বলেন, শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। সড়রের প্রধান সড়কের ফুটপাত দখল করে নানা পণ্যের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৪টি স্ট্যান্ড। যত্রতত্র গাড়ি পার্র্কিং করা হচ্ছে। বৃহস্পতিবার রিক্সা দিয়ে ষোলঘর যাওয়ার সময় দুইবার যানজটের কবলের পড়েছি বলে সবুজ মিয়া জানান।

হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, শহরের যানজট সমস্যা নিরসন করতে ফুটপাদ উচ্ছেদ ও যানবহন স্ট্যান্ড সরিয়ে নিতে হবে। সড়ক ও জনপথ বিভাগ ও পৌরকর্তৃপক্ষের সচেষ্ট হতে হবে। নতুবা ভবিষ্যতে এর খেশারত দিতে হবে শহরবাসীকে।

এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, শহরে যানজট ব্যবস্থা প্রখট আকার ধারণ করছে দিন দিন। এ নিয়ে ট্রাফিক বিভাগের অনেক কিছু করার আছে। আমি বাস স্ট্যান্ড স্থানান্তর করার এখতিয়ার রাখি না।

সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৯/জেএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী