আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

আবরার হত্যার প্রতিবাদ সুনামগঞ্জে বিএনপির দ্বিধাবিভক্তি কর্মসূচী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৩ ১৫:২৮:২৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে দ্বিধাবিভক্তি হয়ে কর্মসূচী পালন করেছে বিবেদমান দুইটি গ্রুপ।

শনিবার সকাল ১১ টায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জনসমাবেশ করে বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ নেতৃত্বাধীন জেলা বিএনপির একাংশ।

এদিকে সাড়ে ১১ টার দিকে শহরের কাজীর পয়েন্ট এলাকায় পুলিশের বাধা মিছিল বের করতে না পারলেও জনজমায়েত করে কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাড. ফজলুল হক আসপিয়া সমর্থিত জেলা বিনপির আরেকাংশ।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করা হলে পুলিশ বাধা দিলে কামারখাল এলাকায় জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি আ.ত.ম মিসবাহ, শেরেনূর আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন, ফুল মিয়া।

এদিকে শহরের কাজির পযেন্টের লতিফা কমিউনিটি সেন্টারে আয়োজিত গণজমায়েতের সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় গণ জমায়েতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদ, সেলিম উদ্দিন আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ,ছাত্রদল নেতা হারুনুর রশীদ প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৯/এসএনএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী