আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

দিরাইয়ের শিশু তুহিনের দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ১৬:৫৯:৩৯

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে শিশু তুহিন মিয়া নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

সোমবার রাতে তুহিনের মা মনিরা বেগম দিরাই থানায় এ মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত বলে পুলিশ কর্মকর্তারা জানান।  

ময়নাতদন্ত শেষে রাতেই তুহিনের মরদেহ দাফন করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এদিকে, হত্যাকান্ডের পর তুহিনের বাবা-চাচা-সহ পরিবারের সাত সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এদের মধ্যে চাচা নাসিরকে আজ আদালতে তোলা হতে পারে বলে জানায় পুলিশের একটি সূত্র। আটক বাকিদের আদালতে পাঠানো হবে কী না সে ব্যাপারে জানানো হয়নি পুলিশের তরফ থেকে।

এদিকে, নৃংশসক এই হত্যাকান্ডের প্রতিবাদে শহরের পৃথক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় মানববন্ধন করেছে খেলাঘর আসর ও সুজন। আদালত এলাকায় অপর একটি প্রতিবাদ কর্সসূচি পালন করেছে দিরাই উপজেলা কল্যাণ সমিতির। মানববন্ধন থেকে তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

উল্লেখ্য, রবিবার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। দুর্বৃত্তরা তুহিনের পেটে দুটি ছুরি ঢুকিয়ে রাখে। দুটি কান ও এমনকি যৌনাঙ্গটিও কেটে ফেল তারা।


সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/এসএনএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী