আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ০১:৪০:১৭

সিলেট :: সিলেটভিউ২৪ডটকম-এ শুক্রবার ‘সুনামগঞ্জে মসজিদের ইমাম নিয়ে তীব্র উত্তেজনা, পুলিশ মোতায়েন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন।

তিনি বলেন, সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকার সমস্ত যুবকরা মিলে মসজিদের ইমাম হিসেবে তাকে রাখতে চাইছে। কিন্তু কমিটির কিছু মানুষ তাকে মানুষ বাদ দেয়ার অপচেষ্টা করলে তারা বাঁধা দেয়। এলাকার সকল যুবক ও সবাই সম্মিলিতভাবে তাকে মসজিদের ইমাম হিসেবে রাখে।

মাওলানা আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘ ৩২ বছর ধরে এই মসজিদের ইমাম হিসেবে আছেন। তিনি সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি ও তিনটি দাওরায়ে হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল।

ঘটনার বিষয়ে তিনি বলেন, এলাকার সকল যুবকদের কথা রক্ষার্থে মসজিদে কোন ধরণের ঝামেলা এড়াতে তিনি ইমাম হিসেবে থাকতে সম্মতি জানিয়েছেন। এতে এলাকার মুরুব্বী ও বর্তমান জেলা পরিষদ চেয়্যারম্যান নুরুল হুদা মুকট সমাধান দিবেন বলে জানিয়েছেন। এলাকায় দু’পক্ষের বিরোধীতা আছে, এর জেড় মসজিদে দেয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে এলাকার কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র শামসুজ্জামান স্বপন বলেন, মাওলানা আনোয়ার সাহেব আমাদের এলাকার জন্য রহমত স্বরুপ। হুজুরের কারণে আজ শত শত যুবক নামাজী হয়েছে মুখে দাড়ি রেখেছে। আমরা এলাকার সবাই হুজুরকে ইমাম হিসেবে চেয়েছি এতে মসজিদের মেয়াদউত্তীর্ন কমিটিতে থাকা সভাপতি ও এলাকার জিয়াউল হক নামের ব্যাবসায়ী হুজুরের পিছনে ষড়যন্ত্রে নেমেছে। হুজুর দীর্ঘ ৩২ বছর ধরে আমাদের ইমাম এবং আমরা এলাকাবাসীর সবাই চাই উনি উনার জীবনের বাকী সময় আমাদের মাঝে থাকেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/শাদিআচৌ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী