আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মাওলানা ফয়েজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২০ ২২:১৯:২৭

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান ও ইক্বরা টিভির জনপ্রিয় ভাষ্যকার বিশিষ্ট সমাজসেবক শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, মহান আল্লাহ পাক যতদিন বাচিঁয়ে রাখবেন ততদিন মসজিদ মাদ্রাসা, স্কুল, কলেজ নির্মাণসহ মানুষের কল্যাণে কাজ করে যাবো।

রোববার দুপুরে পৌর শহরের হবিবপুর মাদীনাতুল উলুম মাদ্রাসা ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি মানব জমিন প্রতিনিধি শংকর রায় ও সাধারণ সম্পাদক সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক মো. সানোয়ার হাসান সুনু।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক অমিত দেব, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি হুমায়ূন কবির, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি মোঃ শাহাজাহান মিয়া, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রিয়াজ রহমান, এসএম ফরিদ, জুয়েল আহমদ প্রমূখ।

সভায় ইক্বরা টিভির জনপ্রিয় ভাষ্যকার শায়খ মাওলানা ফয়েজ আহমদ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে মাদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যেগে বিশাল কর্মযজ্ঞের স্মৃতি চারণ করে বক্তব্যে বলেন, এই সংগঠনের পক্ষ থেকে  বাংলয়াদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা মানব কল্যাণ মূলক কাজ করে যাচ্ছি। তাই এসব কাজের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া পৃথক ভাবে সুরমা.টিভির উদ্যোগে মাদ্রাসা ভিত্তিক প্রতিযোগিতা ইসলামী আওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন শায়খ মাওলানা ফয়েজ আহমদ। মাওলানা মুহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও হাফিজ সাকেব উল্লাহ শামীমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ সাহিদ আহমদ ও মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমূখ। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ অক্টোবর ২০১৯/সুনু/জেএসি



শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী