আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা খুন: স্ত্রী-পুত্র ৩ দিনের রিমান্ডে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৫ ২১:৩৭:০৭

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা আব্দুল বারিক খুনের ঘটনায় আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের আদালতে সোপর্দ করা আসামি নিহতের প্রথম স্ত্রী আছিয়া খাতুন ও ছেলে মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড চায় পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) শুনানীর দিনে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা আব্দুল বারিক (৭৫)। ওইদিন রাতে নিহতের দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত ছেলে মাসুক মিয়া বাদী হয়ে তার সৎমা আছিয়া খাতুন ও সৎভাই মিলন মিয়াকে আসামি করে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় দোয়ারাবাজার থানায় মামলা (নং-৩/২০১৯) দায়ের করেন। পুলিশ ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করে।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, রোববার দুপুরে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের ৭ বছরের নাতি শাহিনের দেয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে লোহার শাবলসহ বিভিন্ন আলামত উদ্বার করে স্থানীয়দের সাথে কথা বলে এবং রাতে ১৬১ ধারায় ধারণকৃত স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন মুক্তিযোদ্ধার প্রথম স্ত্রী আছিয়া খাতুন (৫৭) ও তার কলেজে পড়ুয়া ছেলে মিলন মিয়া (২০)। ওইদিন রাতে নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে মাসুক মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় খুনের মামলা দায়ের করেন। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। ওইদিন রিমান্ড চেয়ে আবেদন করলে মঙ্গলবার আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ওসি জানান।

সিলেটভিউ২৪ডটকম/৫ নভেম্বর ২০১৯/টিআই/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী