আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৬ ১৬:২৫:৪৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌর শহরে দুর্বৃত্তদের হামলায় মো. নুরুজ্জামান (২১) নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

তাকে সিলেট এক এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুজ্জামান ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

বুধবার দুপুরে পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। মো. নুরুজ্জামান পৌর শহরের আলী পাড়া এলাকার মৃত মখদ্দুছ আলীর ছেলে এবং শহরের নর্থইষ্ট আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সুনামগঞ্জ সদর হাসপাতালে থাকা অবস্থায় নুরুজ্জামান জানান, তিনি ও তার আরেক বন্ধু রোকন উদ্দিন বেলা একটার দিকে শহর থেকে একটি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। কাজীরপয়েন্ট এলাকায় যাওয়ার পর পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার যুবক এসে রামদা, ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। তখন মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান তারা। রোকন উদ্দিন দৌঁড়ে ঘটনাস্থল থেকে সরে যান। এ সময় তাদের রামদার আঘাতে গুরুতর আহত হন নুরুজ্জামান। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে নুরুজ্জামানকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নুরুজ্জামান অভিযোগ করেন, তার ওপর হামালায় অন্যদের সঙ্গে শহরের সুলতানপুর এলাকর শাওন এবং আরপিননগর এলাকার রাহাত নামের দুই যুবক ছিলেন।

রোকন উদ্দিন জানান, এর আগে কলেজে হামলাকারীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাদের একটা ঝামেলা হয়েছিল। এর জের ধরেই তাদের ওপর হামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, এভাবে রাস্তায় প্রকাশ্যে রামদা নিয়ে হামলার ঘটনায় পুরো কাজীর পয়েন্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসলে এরা একে-অপরের পরিচিত। শহরে এদের চলাফেরা সুবিধার নয়। নিজেদের মধ্যে ঝামেলা থেকেই এ ঘটনা ঘটেছে।

জেলা ছাত্রলীগের সহসভাপতি আবুল হাসনাত মোহাম্মদ কাওসার জানান, হামলায় আহত নুরুজ্জামান ছাত্রলীগের কর্মী। তারাও বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নুরুজ্জামানের শরীরে একাধিক আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সনজুর মোর্শেদ বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা করছি।


সিলেটভিউ২৪ডটকম/০৬ নভেম্বর ২০১৯/এসএনএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী