Sylhet View 24 PRINT

দিরাইয়ে ৩৩৩ নাম্বার নিয়ে ভাটিবাংলা সমিতির সচেতনতামুলক অনুষ্ঠান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৬ ১৯:৫৫:০৭

দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে এবং সরকারি সেবার তথ্য জানতে ৩৩৩ নাম্বারে কল করার গুরুত্বারুপ করে জনসচেনতামুলক অনুষ্ঠান বুধবার ভাটিবাংলা মহিলা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি নার্গিস সুলতানা বুললীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিল্পী রানী চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ব্যবস্থাপক পরিচালক প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য শুভদাস। উপস্থিত ছিলেন, আমির উদ্দিন, ঝুটন সুত্রধর, গোলাপ দাস,বারঘর ভাটিবাংলা মহিলা সমিতির সভাপতি মহামায়া দাস,মিনতি রানী দাস, শারমিন সুলতানা রুমি, জামিলা বেগম,সুজলা দাস,বাসনা সুত্রধর, বেবী দেব, হেপী সুত্রধর, তকমিনা বেগম প্রমুখ। এরপর উপস্থিত সদস্যদের মধ্যে সরকারি সেবা ও তথ্য অবহিত করনে বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৬নভেম্বর২০১৯/জেএসি


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.