Sylhet View 24 PRINT

বাদাঘাট জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ২০:৫৫:৫৪

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার জামে মসজিদের ৫ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি আফতাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাবেক সভাপতি মো. ফজলুল হক, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জুনাব আলী, যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ তালুকদার, উ. বড়দল ইউপি চেয়ারম্যান মো. আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল হক মাস্টার, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু,  সুনামগঞ্জ তেঘরিয়া হরমুজিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মৌলানা মো. আনোয়ার হুসাইন, পৈলনপুর দারুল উলুম সাবিলুর রাশাদ কওমি মাদ্রাসার মুহতামিম মৌলানা মঈনুদ্দিন, বাদাঘাট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব ব্যবসায়ী আ. হামিদ শিকদার, সফর আলী, মসজিদ কমিটির সদস্য আলী আহমেদ, সামসু উদ্দিন, মোশাহিদ শাহ্, জাকির হুসেন, ঘাগটিয়া বালু পাথর ব্যবসায়ী মোশাহিদ তালুকদার, বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।

মসজিদ কমিটির সভাপতি বাদাঘাট ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, পাঁচ তলা ভবন নির্মাণ করতে প্রায় ৬ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ১৫ লাখ টাকা এবং বাদাঘাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৫ লাখ টাকা পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক অনুদান রয়েছে প্রায় ৬৫ লাখ টাকা। তন্মধ্যে কিছু টাকা এখনও হাতে আসেনি।

সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/এমএআর/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.