আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে হেয়ার কাটিং ‘খারাপ দেখলেই’ আটক করবে পুলিশ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১০ ১৭:৪০:২৫

সুনামগঞ্জ প্রতিনিধি :: হেয়ার কাটিং ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক করবে পুলিশ। আটক করে অভিভাবককে করা হবে তলব । মুচলেকা দিয়ে মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের মোটরসাইকেল চালাতে অভিভাকদের সতর্কতাও করে দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ।

তিনি বলেন, শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশীরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ীর কাগজ নেই। আপনার টাকা হলো ছেলেদের মোটরসাইকেল কিনে দিবেন তা ঠিক না।

রবিবার দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে। পুলিশ সুপার বলেন, আমার একশন হবে জনগনের স্বার্থে । শহরের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অভিযান পরিচালনা করছে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেয়া যাবে না।

ফার্মেসি,বিপনীবিতান, মুদি দোকান খোলা থাকবে।  কোনো অবৈধ জিনিস বা অবৈধ যানবাহন না থাকলে গভীর রাতে চলাচল করতে পারবে পথচারী। কেবল সন্দেহভাজনদের শালীনতার সহিত চেক করা হবে। আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টারস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, আজকের সুনামগঞ্জের সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার ও সিলেটভিউ\\\'র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনূর আহমদ, বাংলা টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, ইনকিলাব প্রতিনিধি কামরুল চৌধুরী, জাগনিউজ প্রতিনিধি মোশাহিদ রাহাদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১০ নভেম্বর ২০১৯/শহীদ/জুআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী