আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথপুরে আসছেন কন্ঠ শিল্পী সালমা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১১ ১৮:৩৭:০৯

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: ধামাইল গানের জনক হাজারো গানের রচয়িতা মরমী সাধক কবি রাধারমণ দত্তের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশরপুরে দুই দিন ব্যাপি রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হবে।

অনুষ্ঠানের প্রথম দিন  সোমবার (১১ নভেম্বর) রাতে কেশবরপুর বাজারস্থ জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।


বিশেষ অতিথির বক্তব্য দেবেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান বি,পি,এম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ চৌধুরী। এছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দ্বিতীয় পর্বে রাধারমণ দত্ত সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।


দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ক্লোজআপ ওয়ানের সেরা কন্ঠ শিল্পী সালমাসহ সিলেট, সুনামগঞ্জের আঞ্চলিক শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ নভেম্বর ২০১৯/সুনু/জুআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী