আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে ১২ ইউনিটে আ.লীগের সম্মেলন স্থগিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১১ ১৯:১৩:০৪

সিলেটভিউ ডেস্ক :: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্তর্গত ১২টি উপজেলা ও পৌরসভার নির্ধারিত সম্মেলন অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট জানান, সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন টেলিফোনে তাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১২ ইউনিটের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বরাত দিয়ে আহমদ হোসেন তাকে এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন মুকুট।

তবে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সম্মেলন স্থগিতের বিষয়ে কিছু জানেন না বলে বলে মন্তব্য করেছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি বলেন,‌ ‘আমি এ ব্যাপারে কথা বলতে আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছে এসেছি। কিছুক্ষণের মধ্যে তার সাথে দেখা হবে। পরে এ বিষয়ে জানানো যাবে।’

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর কেন্দ্রের নির্দেশে জেলার ১৪ ইউনিটে সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করে বিশ্বম্ভরপুর উপজেলা ও মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও দায়িত্বশীল জেলা নেতাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠত না হওয়ায় ইউনিট দুটিতে কমিটি ঘোষণা সম্ভব হয়নি।

জানা যায়, উপজেলা ও পৌরসভায় কমিটি গঠন নিয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের একতরফা সিদ্ধান্তের কারণে জেলার সরকার দলীয় মন্ত্রী-এমপিদের সাথে দূরত্ব সৃষ্টি হয়। এতে করে তৃণমূলের অনেক ত্যাগী নেতাকর্মী নেতৃত্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা দেখা দেয়। এমন পরিপ্রেক্ষিতে ১২ ইউনিটে সম্মেলন স্থগিত করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা।

সিলেটভিউ২৪ডটকম/১১ নভেম্বর ২০১৯/বিডিপ্রতিদিন/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী