আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে রাধারমনের ১০৪ তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১২ ১৭:৩৬:০৩

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্ত পুরকায়স্থের ১০৪ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
সোমবার (১১ নভেম্বর) রাত ১০ টায় সুনামগঞ্জের উপজেলার কেশবপুর গ্রামে অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন রাধারমণ দত্ত দেশের লোকসংস্কৃতির অন্যতম মরমী কবি। তিনি প্রচুর গান লিখে এদেশের লোক সংস্কৃতির ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। রাধারমণ তার কর্মের মধ্যে প্রেম-বিরহসহ মানুষের সহজাত প্রবৃত্তির কথা বলে গেছেন। আমরা ১০৪ বছর পরও তাঁর কর্ম ও সৃষ্টি নিয়ে আলোচনা করছি। সরকারীভাবে তাঁর সৃষ্টি কর্ম নিয়ে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। তিনি আরও বলেন কিছু সংখ্যক ভূমি খেকো মানুষের কারণে রাধারমণ দত্তের কমপ্লেক্স নির্মাণ বাঁধাগ্রস্ত হচ্ছে। আমরা এ ক্ষণজন্মা পুরুষের স্মৃতি ধরে রাখতে রাধারমণ কমপ্লেক্স নির্মাণ করব।

জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সফিকুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান এবং মুল প্রবন্ধ পাঠ করেন রাধারমণ অনুরাগী শিক্ষক মোশাররফ হোসেন।

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (জগন্নাথপুর) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুন রশীদ চৌধুরী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সিলেটভিউ২৪ডটকম / ১২ নভেম্বর ২০১৯/ এসএইচএস/এসএইচ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী