Sylhet View 24 PRINT

দেশকে ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র করছে: এম এ মান্নান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২১ ২০:০৬:১১

সিলেটভিউডেস্ক :: সরকারের ভারমূর্তি বিনষ্ট করতে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে ‘নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ’ কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু মানুষ আছে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসতে চায়। তারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ্যতায় না পেরে উঠে নানা গুজব ছড়াচ্ছে। ধর্মীয় উসকানি, ছেলে ধরা, পেঁয়াজ, লবণের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। কিন্ত এদের বিরুদ্ধে দেশের জনগণ সজাগ রয়েছে।

তিনি আরো বলেন, দেশকে ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র করছে। অথচ বর্তমান সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করছে।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন  নয়াবন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার।

পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম মাস্টার ও আলাউদ্দিন মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাবেক যুগ্ম সচিব আব্দুল হাই, সিরাজুল ইসলাম কবিরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার এম এ লতিফ, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ আলী কবিরী, স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি আব্দুল আহাদ, পাঠলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সৈয়দপুর শাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, আইয়ুব খান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুরাদ, মুনাঈম খান ছাদ, আব্দুস সামাদ রানা মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খান, উপজেলা যুগলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় ছানি, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কিডনী ফাউন্ডেশন সিলেট-এর প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, আমির খান সাব্বির, জনি চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাজু চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবির আহমদ, যুগ্ম আহবায়ক শিম্পু কামালী, ইকবাল খান, ছাত্রলীগ সভাপতি সুজন মিয়া ও সাধারণ সম্পাদক এনায়েত খান।

সিলেটভিউ২৪ডটকম/২১ নভেম্বর ২০১৯/ প্রেবি/এসএইচ

 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.