Sylhet View 24 PRINT

জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান হিরন মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ২০:৪৫:৪৫

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, ৪ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক, জননেতা হারুনুর রশীদ হিরন মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে হিরন মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া মাহফিল, শিরণি বিতরণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লীডস আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, সাধারণ সম্পাদক ইয়াওর মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আবদুল মালিক, আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, ধর্ম সম্পাদক কুতুব উদ্দিন, কৃষি সম্পাদক ও বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাবেক পৌর কমিশনার মুকুল ভট্রাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামীলীগ  নেতা নুরুল হক, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক হীরা মোহন দেব, সাংবাদিক আবদুল হাই, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা আবদুস সালাম, আবদুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/এসএইচএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.