আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দোয়ারাবাজারে চিরনিদ্রায় শায়িত হলেন আ.লীগের ধলিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ২১:৩৩:৪২

তাজুল ইসলাম, দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, প্রতিবাদী কন্ঠ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল আওয়াল ধলিক (৭০) আর নেই।

রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। 

মরহুম আব্দুল আওয়াল ধলিক দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি সোনাফর আলীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় মরহুমের নিজ গ্রাম মাছিমপুর গ্রামের পশ্চিমের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা পূর্ববতী স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক ও ডা. আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, বীর প্রতীক আব্দুল হালিম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাতক-দোয়ারাবাজারের বিশিষ্টজনরা।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  

উল্লেখ্য, প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম আব্দুল আওয়াল ধলিকের জীবদ্দশায় দোয়ারাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, উপজেলা নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে একনিষ্ঠভাবে জড়িত থেকে নিরলস ভূমিকা পালন করে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন তিনি সদা আপসহীন। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক অঙ্গনে ছিল তার বিশেষ ভূমিকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষের সকল অপশক্তির বিরুদ্ধে আজীবন আপসহীন লড়াই করে গেছেন তিনি। বিগত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী তার পৈত্রিক বাড়িঘর জ্বালিয়ে বিরাণভূমিতে পরিণত করে। আজও বহমান সেই স্মৃতি বুকে ধারণ করে সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ এই বর্ষীয়ান নেতা। তিার চির বিদায়ে একজন আদর্শ ন্যায় পরায়ন বিশিষ্টজনকে  হারালো দোয়ারাবাজারবাসী। স্বাধীনতার সেই ক্ষত আর স্মৃতি চিরঅম্লান হয়ে থাকবে ।

সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/টিআই/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী