আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

খোঁজ মিললেও মায়ের কোলে ফিরে আসেনি দোয়ারাবাজারের আনোয়ার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৩ ২১:০২:০৩

তাজুল ইসলাম, দোয়ারাবাজার :: তিন বছর পর ছেলের খোঁজ মিললেও মায়ের কোলে ফিরে আসেনি দোয়ারাবাজারের আনোয়ার। সে উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহিনুর মিয়া ও তাসলিমা আক্তারের পুত্র। পারিবারিক অবস্থা অস্বচ্ছল থাকায় অন্নবস্ত্র যোগাতে বছর তিনেক পূর্বে ৬ সন্তানসহ ঢাকা শহরে ছুটে যান তাসলিমা আক্তার। কাজের সন্ধানে ঘুরতে থাকলে তখন গুলিস্তান এলাকা থেকে ৭ বছরের শিশু সন্তান আনোয়ার হারিয়ে যায়। শুধু তাই নয়, ওই সময় ওমর ফারুক নামে তাদের আরেকটি সন্তানও হারিয়ে যায়।

বিশাল ঢাকা শহরের অলি-গলি ঘুরতে ঘুরতে অবশেষে কিছুদিন পর দুই সন্তানের জন্য আহাজারি করে বুকভরা বেদনা নিয়ে হতাশ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন তাসলিমা আক্তার। পরবর্তীতে ছিন্নমুল ওই পরিবারের লোকজন অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করতে থাকেন।

তিন বছর পর সোমবার (২ ডিসেম্বর) সিলেটের একটি অনলাইন নিউজ পোর্টালে আনোয়ারের ছবি সম্বলিত একটি খবরে হারানো পুত্র আনোয়ারের সন্ধান পেয়ে পাগলপ্রায় মা তাসলিমা আক্তার খুশিতে আত্মহারা হয়ে উঠেন। ওইদিন রাতে সন্ধান দাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর আল কাশেমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কুঁড়িয়ে পাওয়া আনোয়ারকে অন্নবস্ত্রসহ ভালোভাবে তার যত্ন নিলেও সোমবার রাতের খাবারের পর হঠাৎ তার চোঁখে ফাঁকি দিয়ে আবারও নিরুদ্দেশ হয়ে যায় আনোয়ার। তবে তার সন্ধানে তিনি খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন বলেও জানান উমর আল কাশেম।

এদিকে ভাগ্যের নির্মম পরিহাস! তাসলিমা আক্তার এ খবর শোনার পর থেকে পুত্রশোকে বারাবার জ্ঞান হারিয়ে ভুমিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফিরে আসলে মঙ্গলবার দুপুরে সন্তানদের খোঁজে তিনি আবারও ছুটে যান ঢাকা অভিমুখে। লোমহর্ষক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিলেটভিউ২৪ডটকম/৩ ডিসেম্বর ২০১৯/ এসএইচ


শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী