Sylhet View 24 PRINT

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৫:২৬:২৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সাবেক মন্ত্রী শাহজাহান খানের মিথ্যাচারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা শাখা।

সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা শাখা‘র আহবায়ক মোশাহিদ আলম মুহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, গাঙচিলের সভাপতি ওবায়দুল হক মুন্সি,  নিরাপদ সড়ক চাইয়ের আহবায়ক  কমিটির সদস্য ও হাওর আন্দোলন নেতা ওবায়দুল হক মিলন, সাংবাদিক আমিলুল হক, সদস্য এস এ আফজাল, নাসিম চৌধুরী, সাংবাদিক ফুয়াদ মনি, বিমান ভট্টাচার্য্য, বকুল দাস, ইকবাল হোসেন, আব্দুস সালাম, রেজাউল ইসলাম রাহী, মিনহাজ উদ্দিন রাজু, মামুনুর রশীদ, দোলন, জলিল, মারুফ, সৌকত, নয়ন , দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিন্তকরণে নিরাপদ সড়ক চাই দীর্ঘদিন কাজ করছে। যার প্রতিষ্ঠা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে স্বেচ্ছাসেবী হিসেবে সারা দেশে লাখ লাখ তরুণরা কাজ করছেন।

জনতার নায়েক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সাবেক মন্ত্রী শাহজাহান খান যে কুটক্তি করেছেন তাঁর প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, সাবেক এই মন্ত্রী দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তাঁর প্রত্যক্ষ মদদে সড়ক পথে নৈরাজ্য সৃষ্টি করছে পরিবহণ মালিক ও  শ্রমিকরা। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কুটিক্তি করায় অভিলম্বে নিঃশর্তে ক্ষমা চাইতে শাহজাহানের প্রতি হুশিয়ারি প্রদান করেন বক্তারা।  


সিলেটভিউ২৪ডটকম/০৯ ডিসেম্বর ২০১৯/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.