আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে শুরু হচ্ছে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১১ ২০:৪৯:৫৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও ২৩ ডিসেম্বর থেকে নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে। জনসাধারণের অবগতির জন্যে কয়েকদিনে মধ্যে মাইকিং করে প্রচার করা হবে। জেলার হাওর ও নদীর জীববৈচিত্র রক্ষা ও শুষ্ক মৌসুমে সেচের সুবিধার্থে ৭৭টি খাল খননের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রতি উপজেলায় ৬টি করে খাল রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এসডিজি বাস্তবায়নে কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবা কার্যকারিতায় মানসম্মত কৃষি সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।

গণতান্ত্রিক সুশাসনে জলসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের জেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক এসডিজি অর্জনে কৃষি বিষয়ে বলেন, এসডিজি অর্জনে কৃষির বিকল্প নেই। লক্ষমাত্রা অর্জনে কৃষকদের প্রাধান্য দেয়া হবে। আগামী মৌসুমে বোরো ধানের সুরক্ষায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের পিআইসি গঠন যথানিয়মে হবে। বাঁধ নির্মাণ কাজে সকলকে সহযোগিতা করতে হবে।

সাংবাদিক দেওয়ান গিয়াসের সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক নিগার সুলতানা কেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান খান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা ফরিদুল হক, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, নেটওয়ার্ক কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য নির্মল ভট্টাচার্য, শাহজাহান চৌধুরী, সাংবাদিক কে জি মানব, শহীদনূর আহমেদ, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সিবিও গিয়াস উদ্দিন, এনজিওকর্মী সনেন্দ্রনাথ মিত্র, পান্না দে প্রমুখ।

গণশুনানির প্রারম্ভে প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী বাবুল হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৯/এসএনএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী