আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জ্ঞান অর্জন বিহীন সার্টিফিকেট কাজে আসবে না: পীর মিসবাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ১৯:৫৭:৪৪

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, শিক্ষার্থীদের অবস্যই মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে। বর্তমানে পাস করা সহজ আর ফেইল করা কঠিন। জ্ঞান অর্জনবিহীন সাটিফিকেট দিয়ে কোনো কাজে আসবে না।

বৃহস্পতিবার দপুরে আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয় এমপিওভুক্তি ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর শেষে আয়াজিত সংবর্ধনা অনুষ্ঠানে  সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এই সার্টিফিকেট পরিবার, সমাজ, জাতির কাজে আসবে না। সার্টিফিকেটদারী শিক্ষিত বেকার হয়ে দেশের জন্য বোঝা হয়ে থাকতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লক্ষ্য স্থীর করে এগিয়ে শিক্ষক ও অভিভাকদের কথা শোনে সামনে এগিয়ে যেথে হবে। পড়াশোনা করে নিজেকে আলোকিত করুন।  দারিদ্রতা কখনও মেধাবীদের অন্তরায় হতে পারে না। আল্লাহর দেয়া মেধাকে কাজে লাগিয়ে ভাগ্যের পরিবর্তন করুন। পৃথিবীর অধিকাংশ সফল ও ধনী ব্যক্তিরা গরীব পরিবারের ছিলেন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিলগেটস কোনো ধনী পরিবারের সন্তান ছিলেন না। আমাদের প্রতিবেশী দেশ ভারতে রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ বস্তি থেকে উঠে এসেছেন। এমন অসংখ্য উদাহারণ রয়েছে। আমি নিজেও একজন গরীব পরিবারের সন্তান ছিলাম। মেধাকে কাজে লাগিয়ে এ পর্যন্ত এসেছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মুহাম্মদ আমিনুল হক এর পরিচালনায় সংবর্ধণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অব. অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, অব: প্রধান শিক্ষক এস এম মাহবুবুল হক, নতুন হাছননগর জামে মসজিদের সভাপতি আব্দুল হান্নান, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আবারক আলী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর সমরাজ মিয়া, নিউ স্টার ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ আলী হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য তছকির মাহমুদ, শিক্ষার্থী নোবেল আহমদ, সৈয়দা সারেকা প্রমুখ।
এর আগে বিদ্যালয়ে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্ধোধন করেন সংসদ সদস্য পীর মিসবাহ।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/শহীদনূর/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী