আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মা জাহানারা চৌধুরীর নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৩ ২১:৪৯:৪২

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আলোকিত সমাজ ও উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। যুগোপযোগী ভবিষ্যত প্রজন্ম তৈরি করতে সরকার তথ্য-প্রযুক্তিগত শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে সরকার শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিক কাজ করছে।

তিনি আরো বলেন, জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের মানুষের জন্য  আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ছাতকের আমেরতল বাজারে এমপি মানিক তার মা জাহানারা চৌধুরীর নামে ‘জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি মুহিবুর রহমান মানিকের নিজ গ্রাম ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল বাজার সংলগ্ন এলাকায় প্রায় ৩ একর ভূমির উপর শিক্ষানুরাগী জাহানারা চৌধুরীর নামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক আরো বলেন, জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ অনেকাংশেই এগিয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ভবনসহ বিদ্যালয়ের অবকাঠামোগত কাজ শুরু হবে। বিদ্যালয়ের জন্য ভূমিও নির্ধারিত হয়ে গেছে। মা জাহানারা চৌধুরীর নামের উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এলাকার প্রবীন ব্যক্তিত্ব রজব আলীর সভাপতিত্বে ও আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাত্রলীগ নেতা শিপলু আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন।

আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদ, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান হিরু, স্থানীয় মাওলানা আব্দুস ছালাম, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল মমিন, এড. জমির উদ্দিন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আবুল হোসেন, মাফিজ আলী, নুরুল আমিন, আজিজুর রহমান, আব্দুল হামিদ মেম্বার, জালাল উদ্দিন মেম্বার, খলিল আহমদ মেম্বার, আমির উদ্দিন, জালাল উদ্দিন, নূর উদ্দিন, আব্দুস ছালাম প্রমুখ।

সিলেটভিঊ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৯/মাহবুব/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী