আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শহীদ বুদ্ধিজীবীরা আমাদের চেতনার বাতিঘর: এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ০৯:৫৩:৩২

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, সরকারি প্রতিষ্ঠান ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের চেতনার বাতিঘর তারা আমাদের পথ দেখিয়েছেন। তাদের শুন্যতা বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে।

পাকিন্তানের বর্বর বাহিনী ও এদেশীয় দোসর জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত আল-বদর, আল-শামস ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল।

দেশের সেরা এই মানুষগুলোকে পরিকল্পিতভাবে ঢাকা শহরে কারফিউ চলাকালে দিনরাতের বিভিন্ন সময় ধরে নিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের শেষ মুহূর্তে পাকিস্তানের বর্বর সেনাবাহিনী পরিকল্পিতভাবেই এই বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ,চউপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন মাষ্টার, আখলাকুর রহমান।

আওয়ামীলীগের নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান।

পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তাফা আহসান হাবিব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, বঙ্কিম আচার্য্য, জেলা স্বেচ্ছাসবেকলীগের সহ সভাপতি বাবুল রায়, সহকারী শিক্ষক প্রনব দাস মিটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।##

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/এমএ/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী