আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে শিশু তোফাজ্জল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৫ ১৩:১৪:০৩

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত শিশু তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাঘর নামে একটি সংগঠনের ব্যানারে তাহিরপুর উপজেলাবাসী মানববন্ধন পালন করছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন আব্দুজ জহুর চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযুদ্ধা, সাংবাদিক, নারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ একালার শত শত মানুষের  উপস্হিতিতে এ মানববন্ধন অনুষ্টিত হয়। অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘরের উপজেলা সভাপতি গোলাম সরোয়ার লিটন, সাধারণ সম্পাদক মাকছুম আহমেদ, সহ-সভাপতি হুসাইন আহমেদ তৌফিক, ক্রীড়া ও শরীরচর্চা বিষয়ক সম্পাদক মেঘনা আক্তার, খেলাঘরের সদস্য ফারিয়া কানিজ, নীলুফা ইয়াসমিন, নওরিন আক্তার, শাম্মী আক্তার, তমা, জোহা, পলি, জবা, লিজা ও শাকিরা প্রমূখ।

প্রসঙ্গতঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর(উঃ) ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলার গ্রামের জুবায়েল হোসেনের ছেলে ৭ বছরের শিশু তোফাজ্জল হোসেন ৮ জানুয়ারি দাদা জয়নাল আবেদীনের বাড়ি থেকে নিখোঁজ হয়।

এ ঘটনায় ৯ জানুয়ারি শিশুর দাদা জয়নাল আবেদীন থানায় একটি জিডি করেন।

৯ জানুয়ারি রাতের কোন এক সময়ে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে শিশুর পিতার বসত ঘরের বারান্দায় শিশুর পায়ের এক জুড়া জুতা সহ একটি চিরকুট লেখা দেখতে পান শিশুর পিতা জুবায়েল হোসেন। চিরকুটে লেখা ছিল শুক্রবার রাতে শিশুর পিতার যদি গরু গোয়াল ঘরে ৮০ হাজার টাকা রাখে  তাহলে রাতের কোন এক সময় শিশুটি তারা অক্ষত অবস্থায় ফেরত দিবে এবং বিষয়টি পুলিশ বা অন্য কাউকে অবগত করলে শিশুটি কে মেরে ফেলা হবে।

১১ জানুয়ারি শনিবার ভোরে শিশুর একটি চোখ উপড়ে ফেলা এবং একটি পা ভাঙা অবস্থায় বস্তাবন্দি লাশ দাদা হবি মিয়ার ঘরের পিছন থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন ৭ জন কে আটক করে রবিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ডে মঞ্জুর করে পুলিশ।  ১৩ জানুয়ারি আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে সন্দেহ ভাজন আসামিরা রিমান্ড আছে। অপরদিকে সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে  ১৩ জানুয়ারী রিমান্ড থাকা হবি মিয়ার ছেলে রাসেল মিয়ার ঘর থেকে কাঠের বাক ্র থেকে একটি রক্তমাখা লঙ্গী ও দুইটি বালিশের কাভার উদ্ধার করে পুলিশ।

১১ জানুয়ারি শনিবার মধ্যরাতে নিহত শিশুর পিতা জুবায়েল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জানুয়ারি ২০২০/রাজ্জাক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী