Sylhet View 24 PRINT

ময়লার ভাগাড়ে পরিণত বাংলাবাজার ইউপি'র পুরাতন ভবন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৫ ১৮:১৫:১২

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে কার্যক্রম বন্ধ থাকায় ক্রমশ ময়লার ভাগাড়ে রুপ নিয়েছে ভবনটি। বাজারের ব্যবসায়ীসহ পথচারীরা পয়ঃনিষ্কাশনের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছেন ভবনটিকে। কোনো কেয়ারটেকার না থাকায় দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ।

সরেজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদের নতুন ভবন চালুর পর থেকে পুরাতন ওই ভবনটি অচল হয়ে পড়েছে। মাঝপথে এ ভবনে ইসলামিক ফাউন্ডেশন পাঠাগারের সাইনবোর্ড দৃশ্যমান হলেও তাদের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি সেখানে। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি এ সম্পদ। সেখানে নেই কোনো সাইনবোর্ড বা সরকারি সম্পত্তির সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এতে জমিসহ ভবনটি  বেদখল হওয়ার আশংকা করছেন এলাকাবাসি। তাই জনগুরুত্বপূর্ণ পুরাতন ওই ভবনটি সংস্কার জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

বর্তমানে ভবনটির হলরুমের মেঝে পয়ঃনিষ্কাশন বর্জ্য, ময়লার ভাগাড় ও কাঁদা-পানিতে নিমজ্জিত। একই অবস্থা বিরাজ করছে ওই ভবনের চেয়ারম্যান ও সচিবের কক্ষেও। অতীতে বিদ্যুৎ লাইন সচল থাকলেও তা এখন অচল। পুরাতন ইউপি ভবনের সীমানা প্রাচীর থেকে টিউবওয়েল, বাথরুম সবই ক্রমশ ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে।

এ বিষয়ে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের এমন দশা। নতুন ভবনে কার্যক্রম পরিচালনা করায় মুলত পুরাতন ভবনটি ব্যবহার হচ্ছেনা। তবুও এসব সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জানুয়ারি ২০২০/টিআই/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.