আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জগন্নাথপুরে মেম্বার ছুরত মিয়ার দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ২০:৩৯:৫৩

নিজস্ব প্রতিবেদক :: জগন্নাথপুর সদর গ্রামের বাসিন্দা, সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজসেবী ও জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী, সাংবাদিক সানোয়ার হাসান সুনুর পিতা মো. ছুরত মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে তিলোনার মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দলের ব্যক্তিবর্গ, আলেম উলামা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা মো. আব্দুল আলিম।

জানাযা শেষে মহান আল্লাহপাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মালিক।

জানাযার পূর্বে মরহুম সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবী মো. ছুরত মিয়ার কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, ব্রিটিশ ম্যাজিস্ট্যাট মো. সুয়েব আহমদ তালুকদার, জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম  মাওলানা মো. আব্দুল মালিক, মরহুমের বড় ছেলে জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক সানোয়ার হাসান সুনু প্রমুখ।

বিকেলে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের কাছেই মরহুম মো. ছুরত মিয়াকে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম মো. ছুরত মিয়া (৮০) বেশ কিছুদিন ধরে জঠিল রোগে ভোগছিলেন। মঙ্গলবার ভোর ৪ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ মেয়ে ৪ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী