Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ করলেন যুক্তরাজ্য আ.লীগের সেক্রেটারি ফারুক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ২১:০৪:৫৮

সিলেট :: প্রতিবছরের ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেনযুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। নিজ জন্মভূমি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র ৫ শতাধিক লোকজনের মধ্যে এ শীতবস্ত্র তুলে দেন।

বুধবার (২২ জানুয়ারি) জগন্নাথপুর পৌরশহরের ভবেরবাজারে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ছাড়াও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রবীণ ব্যাক্তিত্ব আলাই মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মাসুক ইবনে আনিস, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, যুক্তরাজ্যের ইর্য়ক আওয়ামী লীগের সভাপতি এম এ রাকিব, স্পেন আওয়ামী লীগ নেতা বদরুল কামালী, আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া ও জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, ইতালির মিলান লোম্বার্দীয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইতালি ছাত্রলীগের সদস্য অলিউর রহমান, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েস ইসরাঈল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ শিপু, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ দেশের সকল দুর্যোগে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ায়। যার ধারাবাহিকতায় এবার বেদে সম্প্রদায়, হরিজন সম্প্রদায়সহ আমরা সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে একটি করে প্রায় ৫ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করছি। তিনি জানান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.