আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কল্যাণ ট্রাস্ট হবে সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ২২:১১:৩৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কল্যাল ট্রাস্ট গঠনের আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল চপল। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এই সংগঠনের কল্যাণ ট্রাস্ট গঠন করে দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন খায়রুল হুদা চপল। তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সম্মানী পান তা দিয়ে সাংসারিক ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। সাংবাদিকরা অনেক ঝুঁকির সাথে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে আহত ও নিহত হওয়ার সম্ভাবনা থাকে। অথচ আপদকালীন সময়ে কেউ পাশে থাকে না।’

তিনি বলেন, ‘অন্যান্য পেশাজীবী সংগঠনের মতো সাংবাদিক সংগঠনের আর্থিক অবস্থা শক্তিশালী হয় না। কাজেই সাংবাদিকদের ইউনিটির সাথে সাথে সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট গঠনে উদ্যোগী হতে হবে সাংবাদিক সংগঠনের।’ ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি বিভিন্ন উৎস থেকে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কল্যাণ ট্রাস্ট গঠনের দায়িত্ব নেয়ার আশ্বাস দেন তিনি। এক্ষেত্রে সুনামগঞ্জের ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের ভূমিকা থাকবে বলে জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য আবেদ মাহমুদ চৌধুরী, আল হেলাল, সেলিম আহমদ তালুকদার প্রমুখ। পরে অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০২০/এসএন/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী